ডুমুর ফলের ভেতরে আণুবীক্ষণিক কিছু পোকা থাকে।
ডুমুরের বোটার ঠিক বিপরীত বিন্দুতে আছে অতিসূক্ষ্ম
একটা ছিদ্র। এই ছিদ্র দিয়ে পোকারা ভেতরে প্রবেশ করে। ডুমুরের ফলের মধ্যে ফুল থাকে, কিন্তু ফুলে কোনো মধু থাকে না। তাহলে নিশ্চয়ই পোকাগুলো ফুলের মধুর আশায় ভেতরে ঢোকেনি। তবে এরা কেনো ঢুকলো ডুমুরের ভেতর? মূলত এই পোকাগুলো ডুমুর ফলের মধ্যে ঢোকে ডিম পাড়তে! কারণ ফলের ভেতরের অংশ বেশ পুষ্টি-সমৃদ্ধ। আর ডিম নিষিক্ত করতে পুষ্টি-উপাদান প্রয়োজন। মা পোকাগুলো ডুমুর ফলের ভেতর ঢুকে কয়েকটা ফুলের মধ্যে ডিম পাড়ে।এভাবে ঘুরে ঘুরে ডিম পাড়তে গিয়ে পোকা গুলো নিজের অজান্তেই ডুমুরের অনেক ফুলে পরাগমিলন (Pollination) ঘটিয়ে থাকে।এরপর সঙ্গে করে পরাগ নিয়ে এখান থেকে বের হয়ে চলে যায় অন্য আরেকটি ডুমুরে ডিম পাড়তে। সেখানেও সে একই কান্ড ঘটায়। পৃথিবীর সব ডুমুরগাছ পরাগমিলনের জন্য কোনো না কোনো ধরনের কীটপতঙ্গ (Wasp) বা পোকার ওপর নির্ভরশীল। আর সেই পোকাগুলোও ডুমুরের ফলের ভেতর ছাড়া জন্মাতে পারে না (যেহেতু সব মা-পোকা ডিম পাড়ে ফলের ভেতর)। পরস্পর নির্ভরতার এ এক আশ্চর্য উদাহরণ। এক-পক্ষ ছাড়া অপর-পক্ষের বাঁচা অসম্ভব। উভয়ের ঘনিষ্ঠতম এ সম্পর্কের বয়স কম করে হলেও আট-নয় কোটি বছর!
এই ছবিটি তার বাস্তব উদাহরণ!! বাড়ি, গাড়ি,সুন্দর চেহারা, স্বাস্থ্য,চিরদিন থাকেনা, একটা সময় ফুরিয়ে যায়,, অহংকার করো না,
তোমার চেয়ে শক্তিশালী লোকেরা বেঁচে নেই।
তোমার চেয়ে টাকার মালিক যারা বেঁচে নেই,
তোমার চেয়ে সম্মানী ব্যক্তি ও বেঁচে নেই,
এমনও লোক দেখেছি যার আঙ্গুলের ইশারায় একটি সম্রাজ্য উঠতো আর বসতো
তিনিও বেঁচে নেই।
থেমে যাও এখানেই একটি মাটির কবর ছাড়া একদিন অহংকার করার মত কিছু থাকবে না,
পৃথিবীর সবচেয়ে বৃহত্তম এবং গভীরতম প্রাকৃতিক সিঙ্কহোলটির নাম জিয়াওজাই তিয়ানকাং।
এটি চীনের কেন্দ্রীয় পেনজিতে অবস্থিত। এই সিঙ্কহোলটি 662 মিটার গভীরএবং 537 মিটার চওড়ায।
যেখানে 8.5 কিলোমিটার দীর্ঘ একটি ভূগর্ভস্থ নদী একটি দুর্দান্ত জলপ্রপাতের মধ্যে প্রবাহিত হয়েছে। এর বিশাল আকার এটিকে বিশ্বের গভীরতম সিঙ্কহোল করে তোলে।
প্রায় 1,300 প্রজাতির উদ্ভিদ এবং বন্যপ্রাণীর আবাসস্থল এটি।
Nafisa Kamal
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Anika Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Tariq Islam
Delete Comment
Are you sure that you want to delete this comment ?