Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়েরা বেকার বয়ফ্রেন্ড কে বিয়ের আগে সতীত্ব দেয়!! ব্রেকআপ হয়, তারপর বিয়ের সময় বিসিএস ক্যাডার, আমেরিকা, ইউরোপ সিটিজেন জামাই খুঁজে!!দিনশেষে ৩০+৩৫/৪০ হয় কেউ অবিবাহিত থাকে কারো বা বিয়ে হলেও ডিভোর্স হয়।।৷
নোট-- যে সব ছেলে /মেয়েরা পাবলিক বিশ্ববিদ্যালয় পড়াশোনা করেন নি তাদের বলবো বিয়ের ক্ষেত্রে পাবলিক বিশ্ববিদ্যালয় খোলা আকাশে বেড়ে ওঠে ছেলে /মেয়ে বিয়ে করতে হলে একটু ভেবে নিবেন। নতুবা এডজাস্ট করতে পারবেন না। কারন এদের শুধু বয়ফ্রেন্ড না জাস্ট ফ্রেন্ড, জাস্ট বড় ভাই, বন্ধু প্রচুর থাকে ভবিষ্যতে সংসারী জীবনে মানিয়ে নিতে সমস্যা হবে। কথাটা ছেলে মেয়ে উভয়ের জন্য প্রযোজ্য।

image

ড.ইউনুস! বাংলার ইতিহাসে গত ৯০ বছরে জন্ম নেয়া একমাত্র গ্লোবাল সেলিব্রেটি হলেন প্রফেসর মোহাম্মদ ইউনুস। শতকরা ৮৩% লোকই জানেন না কে ড.মোহাম্মদ ইউনুস!
পৃথিবীতে সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল, সেটা নিশ্চয়ই জানেন? সম্মানসূচক হিসেবে নোবেলের পরে কোন পুরস্কারের অবস্থান তা কি জানেন? সম্মানসূচকে,
১.নোবেল
২.অ্যামেরিকার প্রসিডেন্সিয়াল এওয়ার্ড
৩.মার্কিন কংগ্রেশনাল এওয়ার্ড
পৃথিবীর ইতিহাসে উপরের ৩ টা পুরস্কারই জিতেছেন এমন মানুষ আছে বা ছিলেন ১২ জন!বুঝতেই পারছেন পরের লাইনটা কি হবে,
হ্যা, সেই ১২ জনের একজন প্রফেসর ড.মোহাম্মদ ইউনুস 🧡
মেসিকে নিশ্চয়ই চিনেন! যদি বলি এই লিওনেল মেসি লাইনে দাড়িয়ে ছিলেন প্রফেসর ড.ইউনুসের জন্য,বিশ্বাস হয়,না হলেও সত্য!
'অলিম্পিক গেমস' পৃথিবীর সম্মানজনক প্রতিযোগিতার একটি। আর অলিম্পিকে সবচেয়ে সম্মানিত মেহমান হলেন মশাল বাহক, জাপানে অনুষ্ঠিত ২০২০ অলিম্পিকে মশাল বাহক ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস💖
বর্তমানে বিশ্বের লিডিং ইন্টালেকচুয়ালের যেকোনো তালিকায় টপ ১০ এর ভিতরে থাকেন ড.ইউনুস। মুসলিম বিশ্বে নোবেল বিজয়ী ইউনুসের বিকল্প খুজে পাওয়া টা খুবি কঠিন,কিন্তু তিনি আমাদের বাংলাদেশের! এদেশে আর এমন ইউনুস জন্মাবে কিনা আজও সন্দেহ!

image

দু'জন প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ। দারুণ একটা মুহূর্ত। Farabi Hafiz ভাই তো আমার সাবেক কলিগ, বন্ধুজন। তাঁর চমৎকার উপস্থাপনার মাধ‍্যমে তিনি এখন তুমুল জনপ্রিয়, তারণ‍্যের আইকন। তাঁর আবৃত্তির একনিষ্ঠ ভক্ত আমি।
আরেকজনকে তো আমি কথার যা'দু'কর মনে করি। RJ Kebria ভাইয়ের উপস্থাপনা ও তার সাক্ষাৎকারভিত্তিক ভিডিওগুলো মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে বরাবরই। সর্বোপরি উনি বগুড়ার ছ‍্যল (সন্তান)। তাঁর সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে।
কী কথা হয়েছে তা দেখার জন‍্য অবশ‍্য চোখ রাখতে হবে নেস্কাস টেলিভিশনের 'দ‍্য আরজে কিবরিয়া শো'র দিকে। প্রোগ্রামটি কবে অনএয়ার হবে, তা জানাবো আমি

image

আমরা বগুড়া বাসী , আমরা তো এমন একটা আশা করতেই পারি, কে কে চান যে আমাদের বগুড়ায় এমন একটা বিমান বন্দর হোক

image

image

md_jubayer_ahmad_palash #photoeditingchallengesstoday

image

মুভিটি যখন হিট হয়,
তখন সিনিয়রদের বলতে শুনেছি,
এই মুভির নাকি কোনো গল্প নেই,
শুধু গানের কারনে হিট।
নায়ক-নায়িকা দেখতে আহামারি কিছুনা।
এ বিষয়ে নায়ক রাহুল রয় বলেন,
মহেশ ভাটকে অনেকেই নাকি বলেছিলেন, রাহুল রয়ের হেয়ারকাটের জন্য তাকে নায়কের মতো মনে হয়না। তাছাড়া তার চুল সেইসময় এলোমেলো ভাবে ছড়িয়ে থাকত। কিন্তু মহেশ তার সিদ্ধান্তে জেদি ছিলেন। তাই তিনি রাহুলকেই কাস্ট করেন।
তবে কয়েকদিন আগে #ashiqui মুভি প্রথমবার পুরোটা দেখার পর মনে হলো, এই মুভির গানগুলো শুধু নয়, গল্পটাও চমৎকার কিন্তু সেটা সেই সময়ের দর্শক রা বোঝেননি।©Niaz
ছবির গান গুলো ঐ বছর সবচেয়ে বেশি জনপ্রিয়
হয়েছিল।
গায়ক হিসেবে কুমার শানু এই ছবির গান
দিয়ে নিজের ভিত্তি শক্ত করে।
পরিচিতি পেয়ে যায় সর্বমহলে।
তবে,
কিছুদিন আগে নিউজ হয়েছে যে গানের
সুরগুলো আসলে নকল ছিল।

image

Mohammad Ronaldo ✅
আমরা রোনালদো ফ্যানরা শুধু এটার অপেক্ষায় আছি ইনশাআল্লাহ,

image

পৃথিবীর সবচেয়ে দামী গাছের স্থানে ৩য় নম্বরে রয়েছে আগর গাছ। আগর গাছ স্বর্ণের মত হিসাবে আখ্যায়িত করা হয় ।
বর্তমান বাজারেও প্রতি কেজি আগর গাছের কাঠের দাম ৫-৬ লক্ষ টাকা। একটি উন্নতমানের ১০ থেকে ১৫ বছর বয়সের আগর গাছের মূল্য ৭০ থেকে ৮০ লক্ষ টাকা‌ পর্যন্ত হয়ে থাকে। ১৫-২০ বছর পরের বাজার মূল্য হয়তো কোটি টাকা ছাড়িয়ে যাবে।
আগর গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় পৃথিবীর সর্বাধিক গ্রহণযোগ্য ও মহামূল্যবান আতর আর এই আগর গাছ সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো উৎপাদন হয় আমাদের বাংলাদেশে।
আতর এবং আতরের ম্যাটেরিয়ালস হিসেবে আগর তেল বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে। আগর গাছের চারা সংগ্রহ করে আপনিও রোপণ করতে পারেন। নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন।

image

কাউকে ছোট করার জন্য না, শুধু বোঝার জন্য, পোস্ট টা করা
একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম ১০ লাখ টাকা! হিরো আলমের বাৎসরিক ইনকাম কোটি টাকা! জীবনে স্কুলে না যাওয়া অপু ভাই নামের এক টিকটকারকে বাংলাদেশ থেকে দুবাই নিয়ে যায়, কোটি টাকার গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্ভোদন করার জন্য!
একজন ডিসেন্ট গুগল, মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে ১০ লাখ টাকা পায় না!
ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে ২৫ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশের মাইর খায়! বুয়েট থেকে পাশ করা ছেলেটাও শুরুতে ৫০ হাজার টাকা বেতনের একটা জব পায় না!
বর্তমান সমাজ ও বিশ্ব-ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টমেন্ট মনে হচ্ছে!
আমার বিশ্বাস আগামীর দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার-ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফুড অ্যাপ্পি, Rafsan The Chotobhai, Hero Alom, Salman Muqtadir, opu vai বা কাপল ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে!

image