Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

ধানমন্ডির Gotcha থেকে কোল্ড টি নিয়ে খেতে খেতে রিকশাওয়ালা মামাকে বললাম যাবে কিনা। দেখলাম লোকটা গরমে যেম জ্বলছে লাল হয়ে গেছেন। মামা বারবার আমার হাতের ঠান্ডা জুসটার দিকে তাকিয়ে আছেন। আমি তাকে বললাম আপনি খাবেন। সে বলল, না গো মা লাগবে না। আবার জানতে চাইলো এটার ভিতরে কী বরফ দেওয়া?
আমি তাকে বললাম একটু ওয়েট করুন ভিতরে গিয়ে তারজন্যও একটা জুসক্যাস কিনে আনলাম। তাকে যখন বললাম এটা আপনার সে কী অসম্ভব খুশি!! পরমশান্তিতে খেয়ে বললেন এমন জিনিস তো জীবনেও খাইনি ভিতরে আবার কীযেন নরম চাবানো যায় খুব মজা! আমি বললাম ওটা বাবেলস খাওয়া শেষ করুন তারপর যাবো। সে বলল এমন খাবার এ জীবনে খাইনি, আমি যা খাইলাম আমার ছেলেমেয়ে জীবনেও চোখে দেখে নাই! মাগো তাদের জন্য একটা কিনে নিয়া আসি দাম কত। আমি বললাম চাচা ৪৫০ টাকা একটা মনেহয়। বলার পর সে মাথায় হাত!! কী বলেন আমি ৪৫০ টাকা খেয়েছি? আমার বংশেও কেউ এমন খায়নি এত টাকার পানি খাইলাম! বললাম চাচার ছেলেমেয়ে কয়জন বলল ৩ জন। আমি ভিতরে গিয়ে বিকাশ চেক করলাম কয় টাকা আছে, তারপর আর তিনটা চকলেট আইস টি কিনে চাচাকে দিলাম।
একজন বাবা হিসাবে ছেলেমেয়ের জন্য একটা মজার খাবার নিতে পেরে তার চেহারা খুশি আমাকে জীবনে যা দিল,তা কতশত দোয়া আমার জন্য, খোদার কাছে মনভরে দোয়া হয়ত এমনই হয় বাস্তবে দেখতে। তখন শুধু মনেহচ্ছিল ইস! ভালো করে পড়াশোনা করতাম অনেক টাকা আয় করতে পারতাম সামান্য কিছু টাকা কত সুখ আনতে পারে। বাবা মা হয়ত এমনই হয়। আমি তার চেহারার মধ্যে আমার বাপকে দেখতে ছিলাম। এমন গ

image

২০২২ সালে ছাদখোলা বাসে উদযাপন করার এই দৃশ্য দেখাটা দেশবাসীর জন্য যেমন ছিলো প্রথম, আমাদের জন্যও ছিলোও অসাধারণ এক অনুভূতি। আমাদের আবেগকে সম্মান দেখিয়ে রাতারাতি যে আয়োজন করা হয়েছিলো, একইসাথে তপ্তরোদে দেশের ফুটবলপ্রেমী মানুষ রাস্তার চারপাশে দাড়িয়ে থাকার দৃশ্য আমাদেরকে আন্দোলিত করেছে।
আগেরবার যেটি ছিলো প্রথমবার অর্জনের চেষ্ঠা, সেটিই এবার ধরে রাখার মিশন। দায়িত্ব বেড়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাজই এটা। স্বাগতিক প্রতিপক্ষ, সেই প্রতিপক্ষের মাঠ, আবার সেই প্রতিপক্ষের চেনা দর্শকদের সামনে আমরা খেলতে যাচ্ছি। অবশ্যই সেটি আমাদের জন্য চ্যালেঞ্জের। তবে আমরা সদা আত্মবিশ্বাসী ও দেশমাতৃকার নিকট প্রতিজ্ঞাবদ্ধ।
দেশের সংস্কার ও নতুন জাগ্রত কর্মকাণ্ডের প্রেষণা দিতে আমাদের ভালো করাটা গুরুত্বপূর্ণ। ট্রফি ধরে রাখার মিশন ও দেশবাসীকে আরেকবার উদযাপনের উপলক্ষ হতে আমরা এটি জিততে চাই। আর সেটি আমরা করে দেখাবো ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন

image

সাকিব, মাশরাফিদের সাথে এদের ব্যাবধান একটাই ওরা টাকার বিনিময়ে খেলা দেশপ্রেমিক। আর এরা জীবনের বিনিময়ে লড়াই করা দেশপ্রেমিক।

image

স্মরনীয় দিন! ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশ ও নেপাল মুখোমুখি হয়। এতে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দল নেপালকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে আমরা প্রথম শিরোপা অর্জন করি ও ২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হই। ঠিক এবারও নেপালের বিপক্ষে খেলতে যাচ্ছি। দেশে ও প্রবাসে অবস্থানরত আপনাদের সকলের কাছে দোয়া চাই। আমরা ফাইনাল ম্যাচে আমাদের সর্বচ্চ সেরাটা দিয়ে ফুটবল খেলার চেষ্টা করব, ইনশাআল্লাহ।
ছবি : ২০২২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (নেপাল)।
ফাইনাল ম্যাচ সময়সূচি ও তথ্য :
টুর্নামেন্ট : সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ ২০২৪
ম্যাচ : বাংলাদেশ বনাম নেপাল
স্টেডিয়াম : দশরথ রঙ্গশালা স্টেডিয়াম
তারিখ : ৩০ অক্টোবর
সময় : বিকাল ৫টা ৪৫ মিনিট

image

সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবালদ্বীপ।
পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ।

image

যেনো হটাৎ করে রুপকথায় পাড়ি জমিয়ে ফেলা 💙

image

প্রকৃতির নিয়মে দুটো পাখি জোড়া বাঁধে, আপন বাসা বুনে, বাচ্চাকাচ্চা হয়, বাবা মা তখন মিলেমিশে বাচ্চাদের বড় করে তোলে। ধীরেধীরে বাচ্চাদের পালক গজায়, উড়তে শিখে। অতঃপর একদিন এক এক করে সব বাচ্চা বাসা ছেড়ে দূরে কোথাও চলে যায়। আর কভু ফিরে আসে না নীড়ে। মা বাবা'ও দায়িত্ব শেষ করে নিরুদ্দেশ হয়ে যায়। শূন্য বাসা'টি তখন প্রকৃতির নিয়মেই আস্তে আস্তে ক্ষয়ে যেতে থাকে।
ওদিকে বাচ্চারাও তেপান্তর পেরিয়ে গিয়ে - নিজেদের মতো জীবনসঙ্গী খুঁজে নেয়, জোড়া বেঁধে নিজেদের ভুবন রাঙায়। প্রকৃতির খেলা এভাবেই চলতে থাকে প্রজন্মের পর প্রজন্ম ধরে।
আমরা মানুষেরাও তেমন! গাদাগাদি করে ভাইবোন একসাথে বেড়ে উঠি, বিদ্যাবুদ্ধি হয়, বিয়ে-শাদী হয়, তারপর আরেকটু উন্নত জীবনের আশায় পাড়ি জমাই দূরে কোথাও। যেখান থেকে আর ফিরে আসা হয় না আতুরঘরে। ধীরেধীরে ক্ষয়ে যেতে থাকে শৈশব স্মৃতি বিজড়িত আতুরঘরটা। নতুবা, বিক্রি করে দেই সস্তাদরে। পাখি আর মানুষের মধ্যে পার্থক্য আছে কোথাও?

image

আবরার ফাহাদ অবশেষে জিতলো 😊

image

ছোট্ট নীড়েই সব সুখ!!🥰
এমন সৌন্দর্যেই আটকায় প্রতিটা মানুষ

image

আমাদের কুষ্টিয়া তথা সমগ্র বাংলাদেশের গর্ব বিআরবি কেবল এর, এক্সট্রা হাই ভোল্টের কেবল বানানো বিল্ডিং। এটা বাংলাদেশের ২য় বৃহত্তর বিল্ডিং (১১৫ মিটার).

image