Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

শুরু হলো ভালো উদ্যোগ শাহাজালালরোড থেকে ছড়িয়ে পড়ুক সারা দেশে।
❤️ভালো জিনিস আমরা ছড়িয়ে দেই এইভাবে সারা দেশে ছড়ালে সিন্ডিকেট নষ্ট হবে মানুষের জন্য সহজ হবে বাজার করতে।❤️
আজকের বাজার ২৩ /১০/২০২৪ তারিখ ন্যায্য মূল্যের বাজার আজ সকাল ৯ টা থেকে শুরু। হাজী মোয়াজ্জেম আলী আর্দশ উচ্চ বিদ্যালয় সংলগ্ন
স্টাফ কোয়ার্টার হাজীনগর,ডেমরা,ঢাকা।
ডেমরার প্রতিটি এলাকায় একতাবদ্ধ হয়ে চেষ্টা করার আহ্বান
আয়োজন : উন্মুক্ত পাঠাগার, ডেমরা ছাত্র জনতা
১)বেগুন ৬০ টাকা
২)ঢেড়শ ৫০ টাকা
৩)ফুল কপি ২৫ টাকা
৪)লেবু হালি ১০ টাকা
৫)জলপাই ৪০ টাকা
৬)কহি ৫০ টাকা
৭) জালি কুমড়া ৪৫ টাকা
৮)লাউ ৩০ টাকা
৯)লতি ৬০ টাকা
১০)পটল ৪০ টাকা

image

এই ব্রিজটির নাম শহীদ হাবিলদার আব্দুল হালিম রেলসেতু" তবে এই রেলপথে যাতায়াতকারিরা একে "মেঘনা ব্রিজ" নামেই চেনে। মেঘনা নদীর ওপর এই সেতুটি তৈরি হয় ব্রিটিশ পিরিয়ডে।
ঢাকা-চট্টগ্রাম- সিলেট-কক্সবাজার -নোয়াখালি রুটের আইসি/ লোকাল/ ফ্রেইট এই রেলসেতু ব্যবহার করে।
ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রুটের বিরতিহীন "সোনার বাংলা এক্সপ্রেস"
২৪-০৯-২০২১

image

তুরস্কের একটি ফোক কবিতা।।
"তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো!
তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো!
তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও!
তাই আমি ভয় পাই,
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো!

image
The Pink Moon changed her profile picture
9 w

image
The Pink Moon changed her profile cover
9 w

image

আমি যেমন ঘর গুছাতে, গাছ লাগাতে পটু আমার রুম মেট তেমন রান্না বান্নায় পটু। ওর হাতের মুরগীর মাংস যাস্ট ওয়াও। ব্যাচেলর হয়েও সুখী

image

টুইনটাওয়ারের উপর আকাশে ভাসমান যেই শহরটি দেখছেন এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬ হাজার ফুট উচ্চতায় অবস্থিত একটি অত্যাধুনিক শহর Genting Highlands।

image

চায়নার হুবেই প্রদেশে অবস্থিত প্রাকৃতিক ভাবে তৈরি এই সিঙ্কহোলের ভিতরে আছে নিজস্ব ইকোসিস্টেম। এর গভীরতা প্রায় ২৯০ মিটার। একটি বিল্ডিং এর প্রত্যেক তলা ৩ মিটার করে যদি ধরা হয়, তাহলে এই সিঙ্কহোলের গভীরতা প্রায় ৯৭ তলা বিল্ডিং এর সমান হবে! অপরদিকে এর ভূমির পরিমাণ প্রায় ১৬.৪৭ একর।
সিঙ্ক হোলের মুখ থেকে সূর্যের আলো এবং বৃষ্টির পানি এর মধ্যে প্রবেশ করে৷ পাশাপাশি মানুষের অবাধ বিচরণ না থাকা এবং পর্যাপ্ত অক্সিজেন থাকায় এর মধ্যে বিভিন্ন ধরণের উদ্ভিদ জন্ম নিয়েছে। বিশেষ করে মস, পাম গাছ, ফুল ও ফার্ন জাতীয় উদ্ভিদের ছেয়ে গেছে এর ভিতরটা! চায়না এই সিঙ্কহোলের মত আরো অসংখ্য সিঙ্কহোল আবিষ্কৃত হয়েছে যাদের প্রত্যেকেরই নিজস্ব ইকোসিস্টেম বিদ্যমান!
এছাড়া ২০২২ সালে মে মাসে হুবেই প্রদেশের আরেকটি সিঙ্কহোল আবিষ্কৃত হয় যা ৪০ মিটার লম্বা প্রাচীন গাছে ভরা ছিল

image

অবাক হলেও সত্যি এটি একটি ব্যাচেলর ছেলের রুম!

image

স্যালুট 🌹
হলি ক্রস কলেজের প্রিন্সিপাল সিস্টার শিখা মহিয়সী ছাত্রীদের উদ্দেশে বলেছেনঃ
"চোখে চোখ রেখে কথা বলবে, eye contact is very important "
"আমি যেন কখনই না দেখি তোমাদের ভারী ব্যাগের বোঝা বাবা মাকে দিয়েছ, নিজের ব্যাগের ভাড় নিজেই বহন করবে। ঠিক তেমনি নিজের জীবনের ভাড় নিজেই বহন করবে"
"ইতিবাচক বেহায়া হও, নেতিবাচক বেহায়া হবে না"
"Sometimes you cant find out your beauty, someone else can find it out. So never think you are useless"
"কালো কাজল যদি তোমার চোখকে সুন্দর করতে পারে, তবে হতাশা কেনো জীবনকে নয়?"
"মেয়েরা, জীবন কখনও সরলরেখায় চলে না, চলবেও না।"
"মেয়েরা, 'না' বলতে শিখবে।"
"তোমার কষ্টকে তুমি খাবে, তোমার কষ্ট তোমাকে খাবে না"

image