Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

আমি এই ছবি তুলেছি ধূমকেতু C/2023 A3 (Tsuchinshan-ATLAS)-এর, ১৪ অক্টোবর ২০২৪ এর সন্ধ্যায় ইনানী, কক্সবাজার থেকে। সেদিন চাঁদ ছিল খুব উজ্জ্বল, যার কারণে আমার দীর্ঘ এক্সপোজার ছবিগুলো দিনের আলোর মতো দেখাচ্ছিল। এই ধূমকেতুটি দিনকেদিন তার উজ্জ্বলতা হারাচ্ছে তাই তাকে দেখার এখনি উত্তম সময়।

image

বিশ্বের সবচেয়ে বড় সেতু হলো দানিয়াং-কুনশান গ্র্যান্ড ব্রিজ (Danyang-Kunshan Grand Bridge), যা চীনে অবস্থিত। এটি বেইজিং-শাংহাই হাই-স্পিড রেলওয়ের অংশ এবং এর দৈর্ঘ্য প্রায় ১৬৫ কিলোমিটার (১০২.৪ মাইল)। সেতুটি ২০১০ সালে নির্মাণ সম্পন্ন হয় এবং ২০১১ সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়।
এই সেতু প্রধানত জলাভূমি, হ্রদ এবং নদীর ওপর দিয়ে তৈরি করা হয়েছে এবং এটি বিশ্বের দীর্ঘতম সেতু হিসেবে গিনেস বিশ্ব রেকর্ডে অন্তর্ভুক্ত।

image

দ্যা ব্লু রিডজ মাউন্টেন, ভার্জিনিয়া

image

ইউরেনাস গ্রহের সবচেয়ে পরিষ্কার ছবি...

image

কলকাতার বয়স ৩০০ বছর, ঢাকার বয়স ৪০০ বছর।আমাদের চট্টগ্রামের বয়স উইকিপিডিয়া বলছে ৬৮৪ বছর৷ উপমহাদেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ এই জনপদ প্রাকৃতিক ভাবেও বৈচিত্র্যময়। বিশ্বে এমন শহর খুব কমই আছে সেখানে একই সাথে পাহাড়, নদী আর সাগরের দেখা মেলে৷ এই জনপদটি আমার শহর, আমাদের প্রাণের শহর চট্টগ্রাম৷

image

Interstellar সিনেমার মিলার্স প্লানেটের ১ ঘন্টা পৃথিবীর ৭ বছরের সমান ছিল!
আমি যদি ওই গ্রহে গিয়ে ১ ঘন্টা কাটাই সেক্ষেত্রে আমার পৃথিবীর তুলনায় শারীরিক বা দৈহিক পরিবর্তনে কি কোন বিরুপ প্রতিক্রিয়া ঘটবে?

image

স্টুডেন্ট কে বল্লাম এক গ্লাস পানি আনতে। সে মাকে গিয়ে বল্লো, স্যারকে নাস্তা দিতে বলেছে।

image

কারাকোরাম হাইওয়ে যা পাকিস্তান থেকে চীন পর্যন্ত বিস্তৃত যা এখন বিশ্বের অষ্টম বিস্ময় হিসাবে স্বীকৃত
এটি খুনজেরাব পাস দিয়ে চীন ও পাকিস্তানকে সংযুক্ত করে, ১৫,৩৯৭ ফুট উচ্চতায়।
রাস্তা টা পৃথিবীর সবচেয়ে ভয়ানক একটা। সড়ক নির্মাণে ৮১০ জন পাকিস্তানি ও ৮২ জন চীনা শ্রমিক প্রাণ হারিয়েছেন, বেশিরভাগই ভূমিধস ও পতিত।
প্রাচীন সিল্ক রোডের অনেক পথগুলোর একটি চিহ্নিত করা হয়েছে এই পথটি। রাস্তাটির দৈর্ঘ্য 800 মাইল, যা শুরু হয়েছিল 1959 সালে এবং সম্পন্ন হয়েছিল 1986 সালে।

image

২০১৭ সালের দিকে চাকরির সুবাদে আমি মিরপুরে থাকতাম। আম্মু, আব্বু আর ছোটভাই তখন ময়মনসিংহেই বাড়িতে থাকতো। হঠাৎ একদিন রাতে আমার ছোটভাই কল দিয়ে জানায় আম্মু খুব অসুস্থ, হয়তো মেডিকেল এ নিতে হবে; আমি যেন দ্রুত বাড়ি চলে আসি। আম্মুর এমন খবর শুনে মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেলো। অফিসের বসকে জানিয়ে, তখনই বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। নিজের বাইক থাকায়, বাসের ঝামেলায় আর পরতে হয়নি।
ঢাকা থেকে গাজীপুর রাস্তার জ্যাম যেন আজীবন এর, যতবারই আসি জ্যাম লেগেই থাকে। মোটামুটি ভালোই বেগ পোহাতে হলো ময়মনসিংহ হাইওয়েতে উঠতে। রাত প্রায় সাড়ে এগারোটা। চাঁদনী রাত, ফাঁকা রাস্তা, বাইকের স্পিড ফুল বাড়িয়ে দিলাম। যদিও এই রাস্তা, চাঁদের আলো, রাতের সৌন্দর্য উপভোগ করতে করতে বহুবার আমি বাড়ি গিয়েছি, কিন্তু এবার মনটা ভীষণ খারাপ। কখন আম্মুকে দেখবো সেই প্রতীক্ষায় যেন রাস্তা আরও বড় হয়ে উঠলো।

image