Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

আপনি যে দলই করেন না কেন সেটা আপনার ব্যক্তিগত পছন্দ,
কিন্তু অন্যায় কে অন্যায় বলার সাহস না থাকলে আপনি সমাজের আবর্জনা।

সমুদ্রে মাছ ধরতে গিয়ে বিরল প্রজাতির একটি নীল চিংড়ি ধরা পড়ে ব্লেক হ্যাস নামের যুক্তরাষ্ট্রের এক জেলের জালে। আদ্যোপান্ত গাঢ় নীল রঙের এই অত্যন্ত বিরল। আটলান্টিক মহাসাগরে খোঁজ মিলেছে এই চিংড়ির।
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলের মাউন্ট ডেসার্ট আইল্যান্ডের বাসিন্দা ব্লেক হ্যাস। আটলান্টিক মহাসাগরে মাছ ধরতে গিয়ে ২৭ বছরের এই যুবকই নীল চিংড়িটি খুঁজে পেয়েছেন। এই প্রজাতি এতটাই বিরল যে, ২০ লাখ চিংড়ির মধ্যে একটির রং নীল হয়। তা ধরতে পেরে নিজেকে ভাগ্যবান বলে দাবি করেছেন তিনি।

image

আলহামদুলিল্লাহ, বন্ড দেওয়ান ভাগির মাজার ভেঙে গুড়িয়ে দিয়েছে ঈমানদার তৌহিদী জনতা।✊✊

image

স্টোনহেঞ্জের রাতের দৃশ্য 🌌 স্টোনহেঞ্জ হল উইল্টশায়ার ইংল্যান্ডের, স্যালিসবারি সমভূমিতে একটি প্রাগৈতিহাসিক স্মৃতিস্তম্ভ। যা অ্যামসবারি থেকে দুই মাইল 3 কিমি পশ্চিমে। এটিতে 13 ফুট 4.0 মিটার উঁচু সাতটি উল্লম্ব সরসেন দাঁড়িয়ে থাকা পাথরের বাইরের বলয় রয়েছে।প্রতিটি প্রায় 13 ফুট 4.0 মিটার উচ্চ সাত ফুট 2.1 মিটার চওড়া এবং প্রায় 25 টন ওজনের অনুভূমিক লিন্টেল পাথরকে সংযুক্ত করে শীর্ষে রয়েছে।

image

আজ দুপুরের খাবার। কবুতরের মাংস,শাক ভাজি, পটল ভাজি।

image

আমুর চিতাবাঘ বিশ্বের বিরলতম প্রাণীগুলোর মধ্যে একটি। এই প্রজাতির মাত্র ৮৪টির বা তার কিছু বেশি সংখ্যক প্রাণী পৃথিবীতে অবশিষ্ট রয়েছে।
বর্তমানে রাশিয়ার সুদূর পূর্ব এবং উত্তরপূর্ব চীনের তুলনামূলক ছোট অঞ্চলে আমুর চিতাবাঘের দেখা পাওয়া যায়। শিকার, আবাসস্থল হ্রাস, খাদ্য ঘাটতি এবং মানুষের বিভিন্ন অবকাঠামো তৈরি যেমন: সড়ক, রেললাইন প্রভৃতি কারণে এগুলো বিলুপ্তির মুখে।

image

ঝিঙে ফুল। ঝিঙে ফুল।
সবুজ পাতার দেশ ফিরোজিয়া ফিঙে-ফুল-
ঝিঙে ফুল।
গুল্মে পণে
লতিকার কর্ণে
ঢলঢল স্বর্ণে
ঝলমল দোলে দুল-
ঝিঙে ফুল।
পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।
পৌষের বেলাশেষ পরি জাফরানি বেশ
মরা মাচানের দেশ করে তোলো মশগুল-
ঝিঙে ফুল।
শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে,
আলুথালু ঘুম যাও রোদে-গলা দুকুরে।
প্রজাপতি ডেকে যায়
'বোঁটা ছিঁড়ে চলে আয়!'
আসমানে তারা চায়- 'চলে আয় এ অকূল'।
ঝিঙে ফুল।
'ভালোবাসি মাটি-মায়,
চাই না ও অলকায়-
ভালো এই পথ ভুল!'
ঝিঙে ফুল।
ঝিঙে ফুল
✍️কাজী নজরুল ইসলাম
ছোটবেলায় এই সূরাটি কে পড়েছেন কমেন্টকে জানাবেন

মধুতে ব্যাকটেরিয়া আক্রমনের উপায় নেই বলেই মধু নষ্ট হয় না। মধু নষ্ট হয় না, কারণ এতে চিনির উচ্চ ঘনত্বের কারণে প্লাজমোলাইসিস প্রক্রিয়ায় ব্যাকটেরিয়া মারা যায়। প্রাকৃতিক বায়ুবাহিত ইস্ট মধুতে সক্রিয় হতে পারে না, কারণ মধুতে পানির পরিমাণ খুব অল্প। প্রাকৃতিক, অপ্রক্রিয়াজাত মধুতে মাত্র ১৪% হতে ১৮% আর্দ্রর্তা থাকে।

image

বিয়ের বহু বছর পরেও যখন কোনো মেয়েকে দেখবেন শিশুর মতো সরল ভাবে প্রাণ খুলে হাসতে,প্রজাপতির মতো রঙিন হতে, পাখির মতো ডানা ঝাপটাতে। মন মতো কাপড় পরে ইচ্ছামতো ঘুরতে, নিজের স্বপ্নের ডিগ্রি নিতে বা চাকরি করতে। তার প্রায়োরিটি, লাইফ স্টাইল, রুচি রাতারাতি বদলে না যেতে।
ধরে নিতে পারেন যে অনেক অপেক্ষার পরে সে একজন স্ট্রং মাইন্ড সেটের পুরুষ পেয়েছে, যে জানে সে বিয়ে করেছে আরেকটা মানুষকে, শো কেসের পুতুলকে নয়। সে জানে নারীর মন আছে, মতামত দেয়ার রাইট আছে, শখ আহ্লাদ পূরণ করার স্বপ্ন আছে। সে কিন্তু বউকে ‘মাথায় তুলছে না’, তাকে নিজের মত করে বাঁচতে দিচ্ছে।

image

একজন ফুলপ্রেমীর বাড়ি

image