Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

ঝিঙে ফুল। ঝিঙে ফুল।
সবুজ পাতার দেশ ফিরোজিয়া ফিঙে-ফুল-
ঝিঙে ফুল।
গুল্মে পণে
লতিকার কর্ণে
ঢলঢল স্বর্ণে
ঝলমল দোলে দুল-
ঝিঙে ফুল।
পাতার দেশের পাখি বাঁধা হিয়া বোঁটাতে,
গান তব শুনি সাঁঝে তব ফুটে ওঠাতে।
পৌষের বেলাশেষ পরি জাফরানি বেশ
মরা মাচানের দেশ করে তোলো মশগুল-
ঝিঙে ফুল।
শ্যামলী মায়ের কোলে সোনামুখ খুকুরে,
আলুথালু ঘুম যাও রোদে-গলা দুকুরে।
প্রজাপতি ডেকে যায়
'বোঁটা ছিঁড়ে চলে আয়!'
আসমানে তারা চায়- 'চলে আয় এ অকূল'।
ঝিঙে ফুল।
'ভালোবাসি মাটি-মায়,
চাই না ও অলকায়-
ভালো এই পথ ভুল!'
ঝিঙে ফুল।
ঝিঙে ফুল
✍️কাজী নজরুল ইসলাম

আজ পাগলী-টা
জাতির উপর রাগ করে
শ্যামের বাড়িতে চলে
গেছে ১ মাস পূর্ণ হলো🤣

আসিতেছে, আসিতেছে, আসিতেছে........!
আশেকে রাসূলদের মিলন মেলা ২০২৪🌸
নুর নবী ﷺ এর আগমন মারহাবা.....🖤
জিন্দা নবী ﷺ এর আগমন মারহাবা.....🖤
আসছে,আগামী ১৬ সেপ্টেম্বর সকল ঈদের,
সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী[ﷺ] 🖤
ইশক্বে মোস্তফা [ﷺ] জিন্দাবাদ
ইয়া রাসুল আল্লাহ [ﷺ]🖤
ইয়া হাবীব আল্লাহ [

image

গত কয়েকমাস রাজনৈতিক টানাপোড়েন এর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। দেশের প্রতিটি সেক্টর কার্যত স্তবির হয়ে পড়েছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছে অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ মানুষ। এ সময় কালে মানুষের মাঝে রাজনৈতিক সচেতনতা তৈরী হয়েছে। পরিবর্তন হয়েছে ভাবনার জায়গা গুলো। এ সব কিছু মাথায় রেখে একটি ধারাবাহিক নাটক নির্মানের পরিকল্পনা করেছেন আবু হায়াত মাহমুদ।
এটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন সুমন। আগামী ১০ সেপ্টেম্বর ধারাবাহিকটির দৃশ্যধারণ শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা। এটি মুলত পলিটিক্যাল স্যাটায়ারধর্মী ধারাবাহিক। একটি পরিবার যদি একটা দেশ হয়। আর এ পরিবার কে কেন্দ্র করে হাসি আনন্দ ভালেবাসা টানাপোড়েন সাথে পলিটিক্যাল স্যাটায়ার এর মিশ্রনে ধারাবাহিকটির গল্প এগিয়ে যাবে

পাহাড়ে ঐতিহাসিক যুদ্ধের স্মরণে তৈরি করা হয়েছে এই স্টিলের তলোয়ার গুলো !!
যদিও অনেকে এটি পৌরাণিক কাহিনী বলে মনে করে থাকেন তবে ইতিহাসবিদদের মতে এটি সত্য !
প্রায় ৯০০ বছর আগে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল জর্জিয়ান ও সেলজুক সাম্রাজ্যের মধ্যে ! সেই সময়ে জর্জিয়ান সাম্রাজ্য ছিল একটি অত্যন্ত ক্ষমতাশালী যোদ্ধা জাতি অথবা বলা যেতে পারে তাদের যোদ্ধা বাহিনী অনেক ক্ষমতাশালী ছিল ! অপরপক্ষ বিরাট বাহিনী নিয়ে তাদের ওপর আক্রমণ করে হয়তো তাদের লক্ষ্য ছিল শাসনাভার দখল ! জর্জিয়ানরা সেই যুদ্ধে জয়ী হয় এবং জর্জিয়ান ইতিহাসে এটিকে সব থেকে বড় সামরিক বিজয় হিসেবে আখ্যায়িত করা হয় !
যেই স্থানে অর্থাৎ পাহাড়ে এই যুদ্ধটি হয়েছিল সেখানে যুদ্ধের স্মরণে এভাবে বিশালাকার স্টিলের তলোয়ার গেঁথে দেওয়া হয়েছে ! এটি দিদগোরি পাহাড়, জর্জিয়াতে অবস্থিত । ইতিহাসের পাতায় এই যুদ্ধটি দিদগোরির যুদ্ধ নামে পরিচিত !!
©️আমি জানতে চাই ~

ওম আল-মা হ্রদ।
সাহারা মরুভূমিতে শুষ্ক সোনালী বালির মাঝে এক পানির হ্রদ। এটি হচ্ছে মরুভূমির মাঝে এক মরুদ্যান। এর নাম উম আল মা। পাম গাছ দ্বারা বেষ্টিত এই বৃহৎ মরুদ্যানের জল ভূগর্ভস্থ অসংখ্য ঝর্ণা থেকে আসে এবং ভূপৃষ্ঠে পৌঁছায়।

image

একটা বাজপাখি সাউথ-আফ্রিকা থেকে ফিনল্যান্ডে উড়ে যাওয়ার সময় তার শরীরে কিছু ইকুইপমেন্ট বসানো হয়, আর এই ছবিতে দেখা যাচ্ছে স্যাটেলাইট থেকে তার যাত্রাপথ।
পাখিটি ৪২ দিনে এই ১০,০০০কিলোমিটার পথ উড়ে পারি দিয়েছে, গড়ে প্রতিদিন ২৩০ কিমি উড়েছে প্রায় সমান্তরালভাবে।
স্যাটেলাইটে তার রুটে ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, বড় জলাশয় বা সমুদ্র সামনে আসলে সে সেখান থেকে পথ পরিবর্তন করেছে যেন বিশ্রাম নিতে চাইলে স্থলভুমি পায়।
আবার, মিশর-সুদানের মরুভূমিকেও পাশ কাটিয়ে গিয়েছে যেন তৃষ্ণা পেলে পানির অভাবে না পরতে হয়।
কঠিন কঠিন এসব ম্যাপিং, রাউটিং, আল্টিটিঊড নলেজ সায়েন্টিস্টরা যুগের পর যুগ ধরে যেখানে ডেভেলপ করে, পাইলটদের এসব শিখতে যেখানে বছরের পর বছর লেগে যায়,
এই ছোট্ট পাখিকে তাহলে কে শেখালো এতকিছু?
আরও মজার কথা হল, হাই আল্টিটিঊডে উড়ার সময় এদের ১% এনার্জিও খরচ হয়না, শুধু ভেসে ভেসে, অনেক সময় ঘুমিয়ে ঘুমিয়েও এরা শত শত মাইল পাড়ি দিতে পারে। এই নিখুঁত টেকনোলজি কিভাবেই বা এদের শরীরে এলো?
সুবহানাল্লাহ, মহান রবের কুদরত অপরিসীম।
তথ্য ইন্ডিয়া টাইমস।
collected

image

image

image