Discover posts

Explore captivating content and diverse perspectives on our Discover page. Uncover fresh ideas and engage in meaningful conversations

আমাদের নওগাঁ জেলার গর্ব কন্ঠ শিল্পী জেমস এর গ্রামের বাড়ি পত্নীতলা নওগাঁ।
📷 mosaraf vai manda
আপনার এলাকার বা নিজের ফোনে ছবি তুলে আমাদের ইনবক্স এ বা কমেন্ট এ সেন্ট করতে পারেন,আপনার নাম ঠিকানা সহ পেজে পোস্ট করা হবে।

image

আপনি কি জানেন? যমুনা রেলসেতুতে এই পাইপ লাইন সোজা না নিয়ে গিয়ে ব্রিজের নিচ দিয়ে পিলারের সাথে টার্ন করিয়ে কেন নেওয়া হলো?
এটার নাম U Loop. একে Expansion Loop ও বলা হয়। তাপমাত্রা হ্রাস - বৃদ্ধির ফলে মেটালের সংকোচন ও প্রসারণ হয় থাকে। এই সংকোচন - প্রসারন এ্যাডজাস্ট করার জন্য U loop প্রয়োজন। আবার ভূমিকম্প হলে পাইপটটি যেন তার পজিশন বরাবর নিজেকে এডজাস্ট করে নিতে পারে, সেজন্যও এর ভূমিকা রয়েছে।

image

ছবিটার দিকে অনেক্ষন হলো তাকায় ছিলাম নিউজ ফীডে আসার পর।
দুইটা লোক ভাত খাচ্ছে।আরেকটু জুম করলে দেখবেন সে শুধু ভাত ই খাচ্ছে! কোনো তরকারী নাই! কিসসু নাই!
"এতো ধর্মের গান গাই,সাম্যের গান গাই!
শুধু মানুষের গান টাই আমরা গাইনা!
নাকি সিলেটের চা শ্রমিক রা মানুষ ই না!"

image

এমন একজন প্লেয়ারকে ভালবাসি।যার ক্যারিয়ারে কলঙ্কের দাগ নেই! নেই ব্যালন কিংবা ফিফা দ্যা বেস্ট চুরির অভিযোগ।নিয়মিত রক্ত দান করেন শরিলে নেই ট্যাটু।যার সাহায্য চলে ফিলিস্তিন-সিরিয়া সহ আফ্রিকা মহাদেশের অনেক অসহায় শিশুর পেট।
মাদেইরার পথশিশু থেকে ফুটবলের সর্বোচ্চ গোলদাতা সাথে কতশত অর্জন ।
যতটুকু অর্জন করেছে নিজের মেধা আর পরিশ্রম দিয়ে।
যেই বয়সে অন্য খেলোয়াড়রা অবসরে চলে যায়,ওই বয়সেও রোনালদো ইয়াংদের মত গোল করতাসে।

image

সিলেটের নদী থেকে ধরা। বিশাল বোয়াল মাছ, এতো বড় বোয়াল খুবই বিরল বাংলাদেশে। মাছটি ধরেছেন @Rashel Ahmed Chowdhury ভাই

image

হলুদ গাছ যে কোন বাগানের জন্য প্রাকৃতিক নিরাপত্তা রক্ষী। যে মাটিতে হলুদ বোনা হয় সেই মাটিতে কোন ক্ষতিকর ও বিষাক্ত পোকামাকড় বসবাস করতে পারে না। আমাদের ছাদে দুই মাথা বিশিষ্ট এক ধরনের বিষাক্ত চেলা দেখা যায়। আপনারা কে কি বলেন জানি না, এরা খুব দ্রুত চলাফেরা করতে পারে। আমরা অর্গানিক পদ্ধতিতে বাগান করি বলে আমাদের বাগানে এদের উপদ্রব একটু বেশী, প্রায় যে কোন নরম ঝুরঝুরে টবের মাটিতে বা টব সরালেই টবের নীচে এদের দেখা পাওয়া যায় এবং দেখা মাত্র এরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আমার মা যদি সন্ধ্যার পর বাগানে মাটি নিয়ে কাজ করেন উনি অন্য গাছের টব বা ড্রামের মাটি খুব সাবধানে ও সতর্কতার সাথে খোঁচাখুঁচি করলেও হলুদের গাছের পাত্রের মাটিতে যে কোন ধরনের ক্ষতিকর পোকামাকড় থাকবে না সেটা উনি শতভাগ নিশ্চিত থাকেন।
ছাদ বাগানের বিশ্বস্থ প্রাকৃতিক প্রহরী হলুদকেও এক সময় বাগান থেকে বিদায় নিতে হয়। বিদায় নেয়ার আগে সে যেন তার দায়িত্বটা অন্য কোন প্রাকৃতিক প্রহরীর কাছে অর্পন করে যেতে পারে তার জন্য বাগানে দরকার গাঁদা ফুল গাছ, গাদা ফুল গাছই মাটির সবচেয়ে ভয়ংকর ও ক্ষতিকর মাইক্রোসকপিক অনুজীব নেমাটোড থেকে মাটিকে বেশ কয়েক মাস সুরক্ষিত রাখতে পারে। হলুদ গাছের বিদায় নেয়ার সাথে সাথে গাঁদা ফুল গাছের দায়িত্ব নেয়া এ গুলো আসলে বাগানের প্রাকৃতিক প্রহরীদের বিষ্ময়কর শিফটিং ডিউটি যা এরা পালাক্রমে করে থাকে। প্রকৃতি দিয়ে প্রকৃতিকে সুরক্ষা করার ব্যবস্থাটা মহান আল্লাহ তায়ালাই আমাদের শিখিয়ে দিয়েছেন ।

image

ভাসমান স্টেডিয়াম তৈরি করা হচ্ছে, ২০২৫ সাথে উদ্বোধন হওয়ার কথা

image

বাচ্চাদের বুদ্ধিমত্তা বৃদ্ধিতে দাবা খেলায় আগ্রহ বাড়াতে পারেন, নাদিয়া নিজে নিজে দাবা খেলার বোর্ড সাজিয়ে আমাদের চমকে দিল, খেলায় শিখায় তার আগ্রহ আছে।
দয়া করে বাচ্চাদের সারাদিন মোবাইল হাতে দিয়ে কার্টুন বা নানা ধরণের অযাচিত টিকটক দেখা থেকে বিরত রাখবেন। বাবা মা দের বলবো, বাচ্চাদের সাথে ইন্টারেস্টিং প্ল্যান করুন, এতে করে পারিবারিক বন্ধন বৃদ্ধি পাবে।
বাচ্চারা তোমরা তোমাদের বাবা মাকে বলবে, দাবা বোর্ড কিনে দিতে।

image

যে যুগে ভালো একটা চাকরি পেলে মা-বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয় সন্তানেরা! সে যুগে বিশ্ব বিখ্যাত ফুটবলার মহা তারকা রোনালদো মায়ের ভক্ত।
রোনালদো মা পাগল হবেই না কেন? রোনালকে বড় করতে মা মারিয়া দোলোরেস অন্যের বাসায় কাজও করেছে।
ফুটবলের বাহিরেও রোনালদো একজন ভালো মানুষ।

image
licencefrancexpress9844 created a new article
3 w

A Complete Guide To Driving License | #récupérer des points sur le permis de conduire

A Complete Guide To Driving License

A Complete Guide To Driving License

www.licencefrancexpress.com

www.licencefrancexpress.com