রাজধানীর মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে ২৮ জুন ২০২৪ রোববার ভোরে তুলে নেওয়া হয় কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে। পাঁচ সমন্বয়কের সঙ্গে তাঁকেও রাখা হয় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে। এরপর ০১ আগস্ট ২০২৪ বৃহস্পতিবার দুপুরের পর নুসরাতকে মিরপুরের সেই আত্মীয়ের বাসায় পৌঁছে দেওয়া হয়।

নুসরাতকে পৌঁছে দেওয়ার সময় তাঁর সঙ্গে বাবা ও মা ছিলেন। মেয়ের সঙ্গে কথা হয়েছে জানিয়ে নুসরাতের বাবা স্কুলশিক্ষক আবদুল হালিম প্রথম আলোকে বলেন, ‘মেয়ে সুস্থ আছে। বিশ্রামে আছে।’

বিস্তারিত "প্রথম আলোতে" https://www.prothomalo.com/ban....gladesh/district/pip

#bangladesh #kota_andolon #kotaandolon #kotanews #trending

মেয়েও কাঁদতে লাগল, আমিও কাঁদলাম: কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাতের বাবা | প্রথম আলো
www.prothomalo.com

মেয়েও কাঁদতে লাগল, আমিও কাঁদলাম: কোটা আন্দোলনের সমন্বয়ক নুসরাতের বাবা | প্রথম আলো

কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক নুসরাত তাবাসসুমকে মা–বাবার কাছে পৌঁছে দেওয়ার পর তাঁর স্কুলশিক্ষক বাবা প্রথম আলোর কাছে প্রতিক্রিয়া জানিয়েছেন।