অন্ধকার রাতের আকাশে তারার মিটিমিটি যেকোনো মানুষের জন্য চমৎকার অভিজ্ঞতা। সেই আকাশেই যখন হুট করে একটা তারা খসে পড়ে, দেখতে রূপকথার গল্পের মতোই মনে হয়। প্রাগৈতিহাসিক কাল থেকেই আকাশের দিকে তাকিয়ে মানুষ এই তারা ও তারাগুলোর খসে পড়া দেখেছে। মানুষ আকাশের তারাগুলো নিয়ে যেমন শত শত গল্প বানিয়েছে, খসে পড়া তারাগুলো নিয়েও আছে এমন অনেক গল্প। বিশ্বজুড়ে নানা প্রান্তে নানা রকম এসব গল্প। কিন্তু প্রায় সব গল্পেই খসে পড়া তারা সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়।
এখন আমরা জানি, খসে পড়া তারার সঙ্গে তারার কোনো সম্পর্ক নেই, এগুলো আসলে গ্রহাণু বা ধূমকেতুর টুকরা। মহাকাশে ইতস্তত ঘুরতে ঘুরতে পৃথিবীর অভিকর্ষের টানে বায়ুমণ্ডলের দিকে ছুটে আসে। বাতাসের মধ্য দিয়ে যাওয়ার সময় বিপুল তাপের উৎপত্তি হয়, জ্বলে ওঠে। ঘটনাটা যখন রাতের আকাশে ঘটে, অন্ধকারে ছুটতে থাকলে মনে হয় জ্বলজ্বলে কিছু একটা আকাশ থেকে খসে পড়ছে। জ্যোতির্বিজ্ঞানীরা যাকে ডাকেন উল্কা বলে, সাধারণ মানুষের কাছে অবশ্য জনপ্রিয় শুটিং স্টার বা খসে পড়া তারা নামেই।

image