একটা গামছা ৮ বছর কীভাবে টিকে ওটার উত্তর মাইকেল চাকমা দিয়েছেন।
উনিও ৪ বছর আয়নাঘরে ছিলেন।
প্রতি দিনে ১০-২০ মিনিট সময় দেওয়া হতো বাথরুমে যাওয়ার জন্য। এই সময়ের মধ্যেই আপনাকে বাথরুম ইউজ করতে হবে, গোসল বা ওজু করতে হবে।
মাইকেল চাকমা বলতেছেন, বেশিরভাগ সময়ই ঐ ২০ মিনিটও দেওয়া হতো না। বাথরুমের দরজা খুলে টেনে হিচড়ে নিয়ে আসা হতো।
এক হাতে হাতকড়া বাঁধা থাকতো বাথরুমের মধ্যেও।
এখন বলেন? আপনাকে ১০ মিনিট টাইম দিলে আপনি ফ্রেশ হবেন নাকি গোসল করবেন?
আপনারা এখনও বুঝতেছেন না, আয়নাঘর মানে কী। ভাবতেছেন আব্দুল্লাহ আমান আযমী বা মাইকেল চাকমারা দিনে তিনবার গোসল করতো আর ৫ বার ওজু করে গামছাতে মুছতো? উনারা ওখানে পিকনিকের মুডে ছিলো?
উহু। বরং যেদিন ঐ ১০ মিনিটের বেশি সময় পেতেন ঐদিন হয়তো গোসল করতে পারতেন। এর মানে হলো, আট বছরের জীবনে উনারা গোসল করতে পেরেছেন খুব কম।
এরপরও যারা গামছা নিয়ে মজা নিতেছেন, এই মানুষগুলোকে নিয়ে হাসি মজা করতেছেন, আপনারা নিজেরাও শেখ হাসিনার চেয়ে কম সাই*কোপ্যাথ নন। ©
ছবি: আমার ৬ বছর বয়সী গামছা, যেটা দিয়ে আমি প্রতিদিন চুল মুছি। এখনো চকচকে, অথচ ৬ বছর আগে দেশ থেকে এনেছিলাম।

image