ছবিটি সেপ্টেম্বরের ৫ তারিখের, ফেনীর পরশুরামের সুবার বাজার ইসলামিয়া ফাজিল মাদরাসা মাঠের।
এখানে দৈর্ঘে আছে চল্লিশটি এবং প্রস্থে চৌদ্দটি চালের বস্তা। মোট বস্তা ৫৬০ টি।
প্রতি বস্তায় ২৫ কেজি চাল আছে। মোট চালের পরিমাণ ১৪০০০ কেজি, অর্থাৎ ১৪ টন। প্রতিদিনই ১৪ টন চালবাহী বিভিন্ন ট্রাক পৌঁছে যাচ্ছে দুর্গত অঞ্চলে।
এ পর্যন্ত ৫ জেলার ২৭ টি উপজেলায় চাল ভরতি ৭০ টি ট্রাক পৌঁছেছে। মোট চালের বস্তা সংখ্যা ৪৪২৪০ টি।
আগামী কয়েকদিন বন্যা দুর্গত এলাকায় চলবে চাল বিতরণ কর্মসূচি। ধারাবাহিকভাবে এক লক্ষ পরিবারের মাঝে ২৫ কেজি বস্তার চালের প্যাকেজ বিতরণ করা হবে।
বিতরণের প্রক্রিয়া পরিচ্ছন্ন রাখতে আমাদের স্বেচ্ছাসেবকরা উপদ্রুত এলাকা ঘুরে ঘুরে দুর্গতদের টোকেন দিয়ে আসেন। উপকারভোগীরা নির্দিষ্ট দিনে টোকেন দেখিয়ে নিয়ে যান নিজ নিজ বরাদ্দকৃত বস্তা।