।।স্বপ্ন দেখার দিন।।
আজ(25 সেপ্টেম্বর )" বিশ্ব স্বপ্ন দিবস" (World Dream day).
অনেকেই ভাবছেন এমন দিবসও পালিত হয়। কিন্তু সত্যি 2012 সাল থেকে দিবসটি পালিত হচ্ছে, চালু করেন একজন শিক্ষাবিদ ও অধ্যাপক, নাম ওজিওমা এগুয়াওয়ানওয়ের।
পৃথিবীতে এমন কোন মানুষ ছিলনা, বা আছে ,বা হবে, যে কোনোদিন স্বপ্ন দেখেনি ,বা দেখবে না। আমরা যে পৃথিবীটা এখন দেখছি তার অনেকটাই মানুষের স্বপ্নের ফল।
আমরা শুধু ঘুমিয়ে নয় ,জেগেও স্বপ্ন দেখি। স্বপ্ন দেখার নেই কোন জাতপাত,নেই ধনী দরিদ্রের ব্যাপার, নেই নারী -পুরুষের ভেদাভেদ ।নেই বয়সেরও ভেদাভেদ।কিন্তু স্বপ্নের ধরণ হতে পারে আলাদা। যদিও ঘুমন্ত অবস্থায় যে স্বপ্ন আমরা দেখি ঘুম ভাঙ্গার পর তার অনেকটাই ভুলে যাই।
মানুষ ছাড়া অন্য অনেক প্রাণীও স্বপ্ন দেখে।
স্বপ্নের ভালো ও মন্দ দুই আছে। একদিকে উৎসাহ বাড়ায় আবার অন্যদিকে মন ভারাক্রান্তও করতে পারে।
আজকের যা স্বপ্ন আগামীতে হতে পারে তার বাস্তবায়ন।
আসুন আমরা সবাই স্বপ্ন দেখি সুন্দর এক পৃথিবীর।
(লেখক অর্ধেন্দু সরকার। ছবি -সংগৃহীত)
Shakib Hasan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Sabbir Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?