সম্প্রতি এক ভদ্রলোক একটি পোস্টে জিজ্ঞাসা করেন‌ আছাড় মেরে কাপড় কাচলে ভালো পরিষ্কার হয় কেন।
খুব ভালো প্রশ্ন। আমি ও আরো অনেকেই উৎসাহ নিয়ে অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে এর জবাব দিয়েছিলাম।
কিন্তু কারো কারোর আবার মনে হয়েছে অতিরিক্ত ছেলেমানুষী হয়ে গেছে। বিজ্ঞানকথার মান‌ বুঝি পড়ো পড়ো।
আমার একটা ঘটনা মনে পড়ল - তখন একাদশ শ্রেণীতে পড়ি। সেন্ট জেভিয়ার্স কলেজের ফিজিক্সের প্রফেসর, আমাদের ডিন অফ সায়েন্স শ্রদ্ধেয় নন্দকুমার কুরি‌ মেকানিক্স পড়াতে গিয়ে হঠাৎ প্রশ্ন করেন - তোমরা বেঞ্চে বসে আছো কিভাবে?
আমরা হতচকিত; ভাবলাম বসায় কোনো ত্রুটি হয়েছে হয়তো। তিনি হেসে বলেন - আমি ফিজিক্সের প্রশ্ন করেছি; ক্লাসরুম এটিকেটের নয়।
গোটা ষাটেক হাঁ দেখে, আবার হেসে বললেন - তোমরা এখন হরাইজন্টাল ইকুইলিব্রিয়ামে আছ। কেন? উড়ে যাচ্ছ‌ না কেন? মেঝের বদলে জল থাকলে কী হত?
এইভাবে, ফিজিক্স চর্চা করতে হলে আপাত সরল, দৈনন্দিনের ঘটনাও দেখে প্রতিনিয়ত বিভিন্ন প্রশ্ন তোলার গুরুত্ব‌ সেই অতি মহৎ শিক্ষাগুরু সেদিন আমাদের কানের ভেতর দিয়ে একেবারে অন্তঃস্থলে প্রবেশ করিয়ে দিয়েছিলেন।
আজকে অনেকে শিক্ষা নিয়ে বড়ো বড়ো কথা বলেন বটে,‌ কিন্তু প্রশ্ন করলে জাজমেন্টাল আপত্তি তোলেন।