চট্টগ্রামের ভয়ংকর সুন্দর বজ্রপাতের এই ছবিটি তুলেছেন আলোকচিত্রী রাকিব রেজা৷
গত ২০ সেপ্টেম্বর ছবিটি তোলেন তিনি৷ অবশ্য এটি একটি একক ছবি নয়৷ বরং আলাদা আলাদা ৪২টি ছবি লেয়ার ব্লেন্ডিং এর মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। এই ছবির জন্য ৫৫০ টা raw ছবি টাইমল্যাপ্স আকারে তোলা হয়েছিল। প্রতিটা ছবির সময় ছিল ১০ সেকেন্ড করে। এরপর ছবিগুলিকে লাইটরুমে একসাথে প্রসেস করে সেখান থেকে জোরালো বিজলী বা বজ্র আছে এমন ৪২ টা ছবি ফটোশপে নিয়ে লেয়ার ব্লেন্ডিং এর মাধ্যমে সর্বশেষে এই ছবিটি তৈরি করা হয়।

image