সামর্থ থাকলে একটা সুন্দর বাড়িতে থাকুন। যেখানে সারাদিনের ঝলমলে আলো থাকবে। পর্যাপ্ত বাতাস চলাচল করবে। ব্যালকনিতে প্রচুর রোদ আসবে। আপনি না হয় ফার্নিচার কিছু কম রাখবেন ঘরে, কিন্তু তবুও বাসাটা যেনো হয় খোলামেলা। যাতে করে বাচ্চারা একটু স্পেস পায় খেলার জন্য। সম্ভব হলে দুইটা লাউ কুমড়ার চারা এনে লাগিয়ে দিন বাড়ির আঙিনায়। বিশ্বাস করুন, জীবনটা এভাবেই সুন্দর কাটে।
একরুমে গাদাগাদি করে থাকা কিংবা ছোট একটা ফ্লাটে কোনোরকমে খেয়ে পড়ে থাকা, গাদাগাদি ফার্নিচার এভাবে আসলে ভালো থাকা যায় না। শুধুই বেঁচে থাকা যায়।
তাই নিজের সামর্থ থাকলে নিজেকে একটু আরাম দিন।
কয়দিনই আর বাঁচে মানুষ!!!!!

image