অনেকেই বলেন আফ্রিকানরা অপরাধপ্রবণ হয়। পরিসংখ্যানও হয়ত এই কথার পক্ষেই সাক্ষ্য দেয়। কিন্তু আমরা বাকি পৃথিবী মিলে আফ্রিকাকে যেভাবে শোষণ নিষ্পেষণ আর ক্রীতদাস করে দরিদ্রতম বানিয়ে রেখেছি শতাব্দীর পর শতাব্দী তাতে তাদের পক্ষে তথাকথিত 'সভ্য' হয়ে ওঠাও দুষ্কর।
বিবর্তনবাদের অনুসিদ্ধান্ত হচ্ছে আফ্রিকা থেকে মনুষ্য প্রজাতি ছড়িয়ে পড়েছে সারা পৃথিবীতে। সেই অর্থে আমাদের আদিপুরুষনারী মক্কা, ইডেন গার্ডেন বা শ্রীলঙ্কার পাহাড় থেকে নেমে আসে নি, এসেছে আফ্রিকা থেকে। আফ্রিকান মানুষ দেখলে আমার ভেতর এক অদ্ভুত মায়া কাজ করে।
নাম না জানা এক শিল্পী আঁকছেন আফ্রিকান বৃদ্ধ কাউকে।
Nafis Iqbal
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Ziaul Haque
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Fahim Ahmed
Delete Comment
Are you sure that you want to delete this comment ?