চায়নার হুবেই প্রদেশে অবস্থিত প্রাকৃতিক ভাবে তৈরি এই সিঙ্কহোলের ভিতরে আছে নিজস্ব ইকোসিস্টেম। এর গভীরতা প্রায় ২৯০ মিটার। একটি বিল্ডিং এর প্রত্যেক তলা ৩ মিটার করে যদি ধরা হয়, তাহলে এই সিঙ্কহোলের গভীরতা প্রায় ৯৭ তলা বিল্ডিং এর সমান হবে! অপরদিকে এর ভূমির পরিমাণ প্রায় ১৬.৪৭ একর।
সিঙ্ক হোলের মুখ থেকে সূর্যের আলো এবং বৃষ্টির পানি এর মধ্যে প্রবেশ করে৷ পাশাপাশি মানুষের অবাধ বিচরণ না থাকা এবং পর্যাপ্ত অক্সিজেন থাকায় এর মধ্যে বিভিন্ন ধরণের উদ্ভিদ জন্ম নিয়েছে। বিশেষ করে মস, পাম গাছ, ফুল ও ফার্ন জাতীয় উদ্ভিদের ছেয়ে গেছে এর ভিতরটা! চায়না এই সিঙ্কহোলের মত আরো অসংখ্য সিঙ্কহোল আবিষ্কৃত হয়েছে যাদের প্রত্যেকেরই নিজস্ব ইকোসিস্টেম বিদ্যমান!
এছাড়া ২০২২ সালে মে মাসে হুবেই প্রদেশের আরেকটি সিঙ্কহোল আবিষ্কৃত হয় যা ৪০ মিটার লম্বা প্রাচীন গাছে ভরা ছিল

image