আবিষ্কৃত লম্বায় ২৫ তলা বাড়ির সমান একটা গাছ আমাজনে!
অবশেষে সন্ধান মিলল পৃথিবীর সবচেয়ে
উঁচু গাছের। তিন বছরের পরিকল্পনা, ৫টি
অভিযান, ঘন জঙ্গলের মধ্যদিয়ে টানা দুই
সপ্তাহ ট্রেক করার পর অবশেষে দেখা
মিললো দৈত্যাকার গাছটিকে আমাজনে।
অ্যাঞ্জেলিম ভারমেলো প্রজাতির এই গাছটির বৈজ্ঞানিক নাম ডিনিজিয়া এক্সেলসা। ২৯০ ফুট উচ্চতার এই গাছটির বয়স নেহাত কম নয়। প্রায় ৬০০ বছরের পুরোনো রাক্ষুসে চেহারার এই গাছ দৈর্ঘ্যে একটা ২৫ তলা বাড়ির সমান। গবেষকদের মতে, এখনো পর্যন্ত শনাক্ত হওয়া আমাজন জঙ্গলের সর্ববৃহৎ গাছ এই অ্যাঞ্জেলিম ভারমেলো (Giant Tree)। উত্তর ব্রাজিলের ইরাতাপুরু রিভার নেচার রিজার্ভের ছাউনির কাছে অবস্থিত দৈত্যাকার এই গাছটির কাণ্ডের পরিধি ৯.৯ মিটার

image