একজন আর্টিস্ট হিসেবে আমার অক্টোবর 🍂🍁
সম্পূর্ণ পেইন্টিংটি প্যাস্টেল কালার দিয়ে করা❤️
ইংরেজি বছরের মাস গুলোর মাঝে অক্টোবর থেকে ফেব্রুয়ারি আমার অনেক ভালো লাগে। প্রকৃতিটা একদম অন্যরকম সুন্দর হয়ে সাজে।
আর এ সময়ের ম্যাপল লিফ আমার খুবই পছন্দের, যদিও আমাদের দেশে নেই। ইশ যদি নিজ হাতে ছুয়ে দেখতে পারতাম। আমার রবের সৃষ্টি কতই না সুন্দর সুবহানাল্লাহ ❤️
আর আমি সেই রবের বান্দী হয়ে না পাওয়া কিছু রুপ দেই ছবি আকার মাধ্যমে, আলহামদুলিল্লাহ 🍁🍂
একবার হলেও এ পাতার দেশে যেতে চাই। ইং শা আল্লাহ একদিন পূর্নতা পাবে

image