আমাদের অ্যান্টার্কটিকা ভ্রমণে টোটাল যাচ্ছি ৩০ জন বাংলাদেশ থেকে। তার ভিতরে ১৮ জন পুরুষ, ১২ জন নারী. আশি বছরের দুজন যাচ্ছে এবং ১০ বছরের একজন বাচ্চাও যাচ্ছে. এবং একজন আমাদের ভ্রমণগুরু ,মেনটর, বাংলাদেশের প্রথম অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনাম আল হক এবার দ্বিতীয়বারের মতো আমাদের সাথে যাচ্ছেন। এটা আমাদের জীবনের অনেক বড় একটা অভিজ্ঞতা হতে যাচ্ছে। জীবনে প্রথম নীল তিমি দেখব কিংবা পেঙ্গুইনের ঝাকের ছবি তুলব
৩০০০ কিলোমিটার চওড়া হিমশৈল দেখবো। জীবনের সবচাইতে ব্যয়বহুল এবং অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতাটি আমাদের হতে যাচ্ছে। আমাদের ভেতরে অনেকেই গাড়ি বিক্রি করে, এফবিআর ভেঙে, এই ভ্রমণে অংশগ্রহণ করছে। আমি অত্যন্ত হ্যাপি বাংলাদেশের মানুষের মাঝে আরেকটি নতুন কিছু দিতে পারবো। এবং পৃথিবীর সাত মহাদেশে পা রাখবো। প্রত্যেকদিন স্বপ্ন দেখছি ,নতুন নতুন করে ভিডিও দেখছি
Shakib Hasan
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Sabbir Ahmed
তাের এ্যান্টার্কটিকা ভ্রমণ কাহিনী পড়ার অপেক্ষায় থাকলাম
Delete Comment
Are you sure that you want to delete this comment ?
Nafis Iqbal
Delete Comment
Are you sure that you want to delete this comment ?