বাসার ছাদ ও বারান্দার টবে আমরা সবজি চাষ করি। সেই সাথে বাসার পাশের এক ব্যক্তির খালি জমিতে তার অনুমতি নিয়ে চাষাবাদ করি।
ভরা মৌসুমে আমাদের ক্ষেতে ১৮/১৯ পদের সবজি ও ফলমূল উৎপাদিত হয়। মাঝে মাঝে দিনমজুর ভাইদের সহায়তা নিলেও বেশিরভাগ সময় পরিবারের সবাই মিলে আমরা চাষাবাদ করি।
এতে একদিকে যেমন নিজেদের সবজির চাহিদা মেটে, অপরদিকে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে উপহার দিই।
নিজেদের হাতে লাগানো গাছে ফুল ও ফল ধরতে দেখার যে আনন্দ, এর কোনো তুলনা হয় না।
এভাবে আমরা সবাই যার যার অবস্থান থেকে কমবেশি সবজির চাষ করতে পারি। এতে পরিবারের খাদ্য-চাহিদা পূরণ, শারীরিক ব্যায়াম এবং নতুন নতুন সৃষ্টির আনন্দ উদযাপন করা সম্ভব।
উল্লেখ্য, সবজির সিন্ডিকেট ভাঙার জন্য ফাউন্ডেশন থেকে শীঘ্রই একটি কার্যকর উদ্যোগের পরিকল্পনা গ্রহণ করছি আমরা

image