ধানমন্ডির Gotcha থেকে কোল্ড টি নিয়ে খেতে খেতে রিকশাওয়ালা মামাকে বললাম যাবে কিনা। দেখলাম লোকটা গরমে যেম জ্বলছে লাল হয়ে গেছেন। মামা বারবার আমার হাতের ঠান্ডা জুসটার দিকে তাকিয়ে আছেন। আমি তাকে বললাম আপনি খাবেন। সে বলল, না গো মা লাগবে না। আবার জানতে চাইলো এটার ভিতরে কী বরফ দেওয়া?
আমি তাকে বললাম একটু ওয়েট করুন ভিতরে গিয়ে তারজন্যও একটা জুসক্যাস কিনে আনলাম। তাকে যখন বললাম এটা আপনার সে কী অসম্ভব খুশি!! পরমশান্তিতে খেয়ে বললেন এমন জিনিস তো জীবনেও খাইনি ভিতরে আবার কীযেন নরম চাবানো যায় খুব মজা! আমি বললাম ওটা বাবেলস খাওয়া শেষ করুন তারপর যাবো। সে বলল এমন খাবার এ জীবনে খাইনি, আমি যা খাইলাম আমার ছেলেমেয়ে জীবনেও চোখে দেখে নাই! মাগো তাদের জন্য একটা কিনে নিয়া আসি দাম কত। আমি বললাম চাচা ৪৫০ টাকা একটা মনেহয়। বলার পর সে মাথায় হাত!! কী বলেন আমি ৪৫০ টাকা খেয়েছি? আমার বংশেও কেউ এমন খায়নি এত টাকার পানি খাইলাম! বললাম চাচার ছেলেমেয়ে কয়জন বলল ৩ জন। আমি ভিতরে গিয়ে বিকাশ চেক করলাম কয় টাকা আছে, তারপর আর তিনটা চকলেট আইস টি কিনে চাচাকে দিলাম।
একজন বাবা হিসাবে ছেলেমেয়ের জন্য একটা মজার খাবার নিতে পেরে তার চেহারা খুশি আমাকে জীবনে যা দিল,তা কতশত দোয়া আমার জন্য, খোদার কাছে মনভরে দোয়া হয়ত এমনই হয় বাস্তবে দেখতে। তখন শুধু মনেহচ্ছিল ইস! ভালো করে পড়াশোনা করতাম অনেক টাকা আয় করতে পারতাম সামান্য কিছু টাকা কত সুখ আনতে পারে। বাবা মা হয়ত এমনই হয়। আমি তার চেহারার মধ্যে আমার বাপকে দেখতে ছিলাম। এমন গ

image