লন্ডন শুধু শহর নয়, এটি বিশাল একটি ফরেস্ট!
নাহ, মোটেও আন্দাজে বলছিনা। যে স্টেটে ২০% এর অধিক গাছ থাকবে, সেটিকে ফরেস্ট হিসেবে আখ্যায়িত করা যাবে। লন্ডনে আছে ২১%!!
মোট ৮.৪ মিলিয়ন গাছ নিয়ে লন্ডন শুধু মানুষের নয়,গাছেদেরও অভয়ারণ্য। এত্তো সুন্দর সিস্টেম দেখে অবাক হই, প্রায় ৯ মিলিয়ন মানুষ থাকা স্বত্ত্বেও তারা যেভাবে খালি জায়গাগুলো কাজে লাগিয়েছে সেটির প্রশংসা যতো করবো ততোই কম হবে।

image