এটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সোজা রাস্তা। এর নাম হাইওয়ে টেন, যা সৌদি আরবে অবস্থিত। এই হাইওয়ে টেন ১৪৮০ কিলোমিটার দীর্ঘ কিন্তু এর মাঝে ২৪০ কিলোমিটার রাস্তা হচ্ছে একদম সোজা কোনোপ্রকার বাঁক ছাড়া। মরুভূমির বুক চিরে বয়ে গেছে এই রাস্তা।

image