গত এক-সপ্তাহে দুইবার এয়ারপোর্টে গিয়েছি। আম্মু আর দুই বোন দেশে এসেছে, তাদেরকে রিসিভ করতে। আগে এয়ারপোর্টে বিমান ল্যান্ড করার পর উত্তরা থেকে রওনা দিতাম। কারণ ভেতর থেকে বের হতে দেড়/দুই ঘন্টা লাগতো। এবার দেখলাম পনের/বিশ মিনিটের ভেতরে সবাই বের হয়ে আসছে। আগামীর বাংলাদেশ হবে এক অন্যরকম বাংলাদেশ।
Collected