পাথরও কী চলাচল করতে পারে?
পৃথিবীর অন্যতম সবচেয়ে গরম জায়গা গুলোর মধ্যে অন্যতম হচ্ছে "ডেথ ভেলি (Death Valy)"। এখানের "রেস ট্র্যাক (Race Track)" নামক অঞ্চল এ প্রাকৃতিক পাথর সমূহের রহস্য জনক ভাবে চলাচল লক্ষ্য করা যায়। তবে প্রথম দিকে যদিও কেউ এদের চলাচলকে সরাসরি দেখেনি।
তবে কেউ একজন ২০১৪ সালের দিকে এই রহস্য ভেদ করতে সক্ষম হয়, তিনি তার ক্যামেরার মাধ্যমে পাথরের চলাচল রেকর্ড করে ফেলেন। যদিও এর পূর্বে এ বিষয়ে অনেকেই তাদের বিভিন্ন তত্ত্ব প্রদান করেন।
তবে পরবর্তীতে জানা যায় যে, শীতের সময় যখন বৃষ্টি হয় তখন সেখানের মাটিতে বরফের একটি পাতলা স্তর বিকাশিত হয়, আর সে অঞ্চলে সবসময় শক্তিশালী হাওয়া চলাচল করে যা পিচ্ছিল বরফের স্তরের উপরের পাথর সমূহকে প্রভাবিত করতে থাকে। ফলাফল স্বরূপ পাথরগুলো মাটিতে চলাচল করতে পারে।

image