পৃথিবীর সবচেয়ে দামী গাছের স্থানে ৩য় নম্বরে রয়েছে আগর গাছ। আগর গাছ স্বর্ণের মত হিসাবে আখ্যায়িত করা হয় ।
বর্তমান বাজারেও প্রতি কেজি আগর গাছের কাঠের দাম ৫-৬ লক্ষ টাকা। একটি উন্নতমানের ১০ থেকে ১৫ বছর বয়সের আগর গাছের মূল্য ৭০ থেকে ৮০ লক্ষ টাকা‌ পর্যন্ত হয়ে থাকে। ১৫-২০ বছর পরের বাজার মূল্য হয়তো কোটি টাকা ছাড়িয়ে যাবে।
আগর গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় পৃথিবীর সর্বাধিক গ্রহণযোগ্য ও মহামূল্যবান আতর আর এই আগর গাছ সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো উৎপাদন হয় আমাদের বাংলাদেশে।
আতর এবং আতরের ম্যাটেরিয়ালস হিসেবে আগর তেল বিদেশে রপ্তানি করে কোটি কোটি ডলার বৈদেশিক মুদ্রা আয় করা হচ্ছে। আগর গাছের চারা সংগ্রহ করে আপনিও রোপণ করতে পারেন। নিজের ভাগ্য নিজেই গড়ে তুলতে পারেন।

image