মুভিটি যখন হিট হয়,
তখন সিনিয়রদের বলতে শুনেছি,
এই মুভির নাকি কোনো গল্প নেই,
শুধু গানের কারনে হিট।
নায়ক-নায়িকা দেখতে আহামারি কিছুনা।
এ বিষয়ে নায়ক রাহুল রয় বলেন,
মহেশ ভাটকে অনেকেই নাকি বলেছিলেন, রাহুল রয়ের হেয়ারকাটের জন্য তাকে নায়কের মতো মনে হয়না। তাছাড়া তার চুল সেইসময় এলোমেলো ভাবে ছড়িয়ে থাকত। কিন্তু মহেশ তার সিদ্ধান্তে জেদি ছিলেন। তাই তিনি রাহুলকেই কাস্ট করেন।
তবে কয়েকদিন আগে #ashiqui মুভি প্রথমবার পুরোটা দেখার পর মনে হলো, এই মুভির গানগুলো শুধু নয়, গল্পটাও চমৎকার কিন্তু সেটা সেই সময়ের দর্শক রা বোঝেননি।©Niaz
ছবির গান গুলো ঐ বছর সবচেয়ে বেশি জনপ্রিয়
হয়েছিল।
গায়ক হিসেবে কুমার শানু এই ছবির গান
দিয়ে নিজের ভিত্তি শক্ত করে।
পরিচিতি পেয়ে যায় সর্বমহলে।
তবে,
কিছুদিন আগে নিউজ হয়েছে যে গানের
সুরগুলো আসলে নকল ছিল।

image