দু'জন প্রিয় মানুষের সাথে সাক্ষাৎ। দারুণ একটা মুহূর্ত। Farabi Hafiz ভাই তো আমার সাবেক কলিগ, বন্ধুজন। তাঁর চমৎকার উপস্থাপনার মাধ‍্যমে তিনি এখন তুমুল জনপ্রিয়, তারণ‍্যের আইকন। তাঁর আবৃত্তির একনিষ্ঠ ভক্ত আমি।
আরেকজনকে তো আমি কথার যা'দু'কর মনে করি। RJ Kebria ভাইয়ের উপস্থাপনা ও তার সাক্ষাৎকারভিত্তিক ভিডিওগুলো মন্ত্রমুগ্ধের মতো আকর্ষণ করে বরাবরই। সর্বোপরি উনি বগুড়ার ছ‍্যল (সন্তান)। তাঁর সাথে কথা বলে ভীষণ ভালো লেগেছে।
কী কথা হয়েছে তা দেখার জন‍্য অবশ‍্য চোখ রাখতে হবে নেস্কাস টেলিভিশনের 'দ‍্য আরজে কিবরিয়া শো'র দিকে। প্রোগ্রামটি কবে অনএয়ার হবে, তা জানাবো আমি

image