১ মাস!
সেদিন যখন পুলিশ আমাকে গুলি করল আমি প্রথমে বুঝে উঠতে পারিনি কী হচ্ছে আমার সাথে আমি দৌড়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সামনের গলির মধ্যে ঢুকে এক মুরুব্বিকে পিঠের দিকে দেখিয়ে জিগেস করলাম যে দেখেন তো কোথায় গুলি লাগছে?
উনি বললো বাবা তোমার পিঠে মাথায় রক্ত ছাড়া কিছু দেখা যাচ্ছে না তুমি দ্রুত যাও হসপিটালে আমি সাথে সাথে হাই স্কুল মাঠের মধ্যে দৌড়ে হসপিটালের দিকে যাওয়া শুরু করি।কিছুদূর যাওয়ার পর পুরোপুরি কানে শোনা বন্ধ হয়ে গেলো আমার তারপরও আমি দৌড়াচ্ছি কিছুদূর গিয়ে চোখের সামনে সব ঝাঁপসা হতে থাকলো তখন আমার মনে হলো আমি আর বাঁচব না গুলি হয়তো বা মাথায় ঢুকে গেছে তখন আমি ইচ্ছা না থাকার পরও মাটিতে পরে যাওয়ার অবস্থা হয়ে যায় আর সবাই পুলিশের এলো পাতারী গুলির জন্য দৌড়াচ্ছে কেউ দাড়াচ্ছে না আমি ভেবেই নিয়েছিলাম আজকেই আমার শেষ দিন !
আম্মুর আব্বুর কথা মনে পড়ছিলো খুব !
হঠাৎ করে আমার বন্ধু জীবনকে দেখলাম ঝাঁপসা ঝাঁপসা আমি হাত টা একটু তুলে ওকে ইশারা করে ডাকলাম সাথে সাথে ও দৌড়ে এসে বললো কী হইছে তোর আমি বললাম আমার গুলি লাগছে আমাকে হসপিটালে নিয়ে যা ও সাথে সাথে ২-৩ জনকে ডেকে আমাকে হসপিটালের দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল আমাকে কাঁধে তুলে নিয়ে দৌড়ে কোর্ট স্টেশন পর্যন্ত গিয়ে রিক্সা ডাকে তখনই হঠাৎ কিভাবে কেউ আমাকে দেখে আমার ভাই আমার ভাই বলে তাড়াহুরু করে আমাকে রিক্সা তে তুলে নিয়ে রাস্তা ফাঁকা করতে করতে হসপিটালের দিকে নিয়ে যায় পরে আমি বুঝতে পারি এটা আমার
Tariq Islam
댓글 삭제
이 댓글을 삭제하시겠습니까?